‘তারা বাইরে যাই করে, ড্রেসিংরুমে এটি পরিবর্তন করতে চাই’

বাংলাদেশ ক্রিকেটের বড় দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালের সম্পর্ক ফাটলের কথা সবারই জনা। দুই বন্ধু এখন আর প্রয়োজন ছাড়া একে অপরের সঙ্গে কথা বলেন না। প্রয়োজন হলেও বলেন না। দুজনের কেউ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।


বছরের পর বছর এসব কেবল খোলা বাতাসে আলোচনাই হয়েছে। এবার সে আলোচনাটা করলেন খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। জানিয়েও দিলেন, দেশ সেরা দুই তারকার সম্পর্কে ফাটল ধরেছে অনেক আগে।

সমাধান করতে চেয়েও ব্যর্থ হয়েছেন তিনি। দুজন দুজনের সঙ্গে কথাও বলেন না।ড্রেসিংরুমের পরিবেশ স্বাভাবিক নেই, স্বাস্থ্যকর নয়। এমতবস্থায় ভালো ক্রিকেট খেলা নিয়েও সংশয় প্রকাশ করেছেন নাজমুল হাসান পাপন।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে পাপন বলেন, ‘সাকিব-তামিমের সমস্যা সমাধানের চেষ্টা করিনি এমমটাও না। দুই জনের সঙ্গে কথা বলার পর মনে হয়েছে এই মুহূর্তে এটা সমভব না। দুজনকেই পরিষ্কার বার্তা দেয়া হয়েছে, মাঠের খেলায় যেন এসবের প্রভাব না পড়ে। দুই জনেই এই ব্যাপারে নিশ্চয়তা দিয়েছে।



বিসিবি সভাপতি বলেন, ‘তাদের (সাকিব ও তামিম) মাঠে এবং ড্রেসিংরুমেও কথা বলতে হবে। ড্রেসিংরুমের পরিবেশও খারাপ ছিল তবে কিছুটা উন্নতি হয়েছে। এই সিরিজ থেকে (ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজ) আমি অন্তত ড্রেসিংরুমে এটি (তাদের সম্পর্ক) পরিবর্তন করতে চাই।তারা বাইরে যা করে তা আমার জন্য চিন্তার বিষয় নয়।’

Sharing is caring!