তামিমার গোপন ছবি ফাঁস করলেন সুবাহ: ফেসবুকে হৈচৈ
বিবাহ বিতর্কের মাঝে এবার তামিমা তাম্মির গোপন ছবি ফাঁস করে দিলেন নাসির হোসেনের সাবেক প্রেমিকা সুবাহ।মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে তামিমার একটি ছবি পোস্ট করেন সুবাহ। যেখানে দেখা যায় সিগারেট সুখটান দিচ্ছেন তামিমা। মুহূর্তেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে হৈচৈ ফেলে দিয়েছে।
নাসিরের সাথে সম্পর্ক নিয়ে তিনি লেখেন, প্রথম যেদিন নাসিরের সাথে আমার দেখা হয়-সেদিন নাসির আমাকে একটা গোলাপ দিয়েছিলো। আমি কিছুটা অবাক হয়েছিলাম।ফ্রেন্ডশিপে গোলাপ? তারপর রাতে তার কাছে ফোন করে জানতে চাইলাম আমাকে গোলাপ কেনো দিয়েছিলে?
আমাকে বললো সে নাকি আমাকে ভালোবেসে দিয়েছে-সে আমার হতে চায়।অবাক হয়ে গেলাম তখন-যে ছেলের ৩০-৩২ গার্লফ্রেন্ড থাকার পরেও আমাকে ভালোবেসে আমার হতে চায়; ৩০-৩২টা মেয়েকে ছেড়ে আমাকে আপন করতে চায়।
সেই আমি একটা স্বামীকে ছাড়তে পারবো না তার জন্যে? আমি তাকে খালি হাতে ফিরিয়ে দিতে পারিনি। আমি আমার ভালোবাসাকে নিজের করে নিয়েছি।স্বার্থপরের মতো তাকে দূরে ঠেলে দিতে পারিনি। তামিমা সুলতানা তাম্মি (নাসিরের স্ত্রী)।