
ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফরম্যাট বলা হয় টেস্টকে। যদিও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আবির্ভাবের পর তারকাদের মধ্যে দেখা গেছে টেস্টকে পাশ কাটিয়ে যাওয়ার হিড়িক। বিশেষ করে পেসারদের বড় অংশ শুধু সীমিত ওভারের ক্রিকেটকে বেছে নিতে মরিয়া। তাদের থেকে ব্যতিক্রম তাসকিন আহমেদ।
ফর্মের তুঙ্গে থাকা তাসকিন টেস্ট ক্রিকেটকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। বর্তমানে তিন ফরম্যাটেই নিয়মিত খেলছেন তাসকিন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের হাওয়া লেগেছে তার গায়েও, তবে টলাতে পারেনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে খেলার প্রস্তাব পেয়েছিলেন। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দেশের খেলার জন্য।
আরও ভালোভাবে বললে, টেস্ট ক্রিকেটের জন্য। আইপিএলে গেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে অনুপস্থিত থাকতেন তাসকিন। টেস্ট ক্রিকেটের প্রতি প্রবল টানের কারণেই যে আইপিএলের লাখ লাখ টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, তা স্পষ্ট তাসকিনের কথাতেই।
তাসকিন বলেন, ‘টেস্ট ক্রিকেট সবচেয়ে চ্যালেঞ্জিং ফরম্যাট। টেস্টে ভালো করতে পারলে নিজের কাছেও অনেক ভালো লাগে। সবচেয়ে কঠিন ফরম্যাট এটা। সব ফরম্যাটে নিয়মিত খেলা তো আমার স্বপ্ন। তবে টেস্ট ক্রিকেট সবচেয়ে চ্যালেঞ্জিং। আমি চাই ওয়ার্ল্ড ক্লাস টেস্ট বোলার হতে। সবাই দোয়া করবেন।’
বিশ্বসেরা টেস্ট বোলার হতে হলে যে পরিশ্রম করতে হবে, তাসকিন তা ঠিকঠাক করে যাচ্ছেন। তিনি বিশ্বাস করেন, ফলাফল সবসময় পক্ষে না এলেও প্রক্রিয়া ঠিক রাখলে একসময় ধরা দেবে কাঙ্ক্ষিত সাফল্য। তাসকিন বলেন, ‘পরিস্থিতি অনুযায়ী আমার যে ভূমিকা থাকে সেটা ভালোমত করার চেষ্টা করছি। ভালো হবে, খারাপ হবে, কিন্তু আমি প্রক্রিয়া ঠিক রাখতে চাই। ইনশাআল্লাহ্ সামনেও ভালো হবে।’
Leave a Reply