
নিজেদের অপরাজেয় যাত্রা অব্যাহত রেখেছে আর্জেন্টিনা। ঘরের মাঠে ভেনিজুয়েলাকে ৩-০ গোলে পরাজিত করেছে লিওনেল স্কালোনির দল। সেই সাথে নিজেদের অপরাজিত থাকার সংখ্যাটা ৩০ এ নিয়ে গেছে লিওনেল মেসিরা। লিওনেল স্কালোনি আর্জেন্টিনা দলকে গুছিয়েছেন বেশ দুর্দান্তভাবেই। তার হাত ধরেই দারুন একটি গ্ৰুপে পরিণত হয়েছে আলবেসিলেস্তেরা।
২৮ বছরের শিরোপা খরা ঘুচিয়ে দেশকে এনে দিয়েছেন কোপা আমেরিকার শিরোপাও। শুধু শিরোপা এনে দিয়েই ক্ষান্ত হননি ৪৩ বছর বয়সী এই মাস্টারমাইন্ড। স্কালোনির অধীনে আর্জেন্টিনা সর্বশেষ ৩০ ম্যাচ ধরে অপরাজিত। যার শেষটা এসেছে আজকের ম্যাচে ভেনিজুয়েলার বিপক্ষে।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ঘরের মাঠে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। স্বাগতিকদের হয়ে গোলগুলো করেছেন নিকোলাস গঞ্জালেস, আনহেল ডি মারিয়া আর লিওনেল মেসি। এই জয়ের মাধ্যমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩০ ম্যাচ অপরাজিত থাকল আলবিসেলেস্তিরা।
Leave a Reply