টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ: ভারতের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচটা বাংলাদেশের জন্য কেবলই আনুষ্ঠানিকতা রক্ষার। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে হেরে ফাইনালে খেলার আশা আগেই শেষ হয়ে গেছে বাংলাদেশের। এমন ম্যাচে টসে জিতে আগে ফিল্ডংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
ফলে আগে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ভারত। বাংলাদেশের একাদশেও একাধিক পরিবর্তন রয়েছে। একাদশে ফিরেছেন এনামুল হক বিজয়। অভিষেক হচ্ছে তানজিম হাসান সাকিবের।
বাংলাদেশ একাদশ-সাকিব আল হাসান, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, এনামুল হক বিজয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব।
আরও পড়ুন: স্পর্শ করায় শুটিং ফেলে কলকাতায় চলে গেছেন জায়েদ খানের নায়িকা