
স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়িয়েছে। সিরিজের উদ্বোধনী ম্যাচে টস ভাগ্য এসেছে স্বাগতিক দলের পক্ষে। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্কে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।
এই ম্যাচের আগে পরিসংখ্যানে দক্ষিণ আফ্রিকাই এগিয়ে থাকছে। এখন পর্যন্ত দুই দল ওয়ানডে খেলেছে ২১টি। এর মধ্যে ১৭ ম্যাচেই জিতেছে প্রোটিয়ারা, টাইগাররা জিতেছে ৪টি ম্যাচে। সর্বশেষ দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছিল ২০১৯ বিশ্বকাপে। সেই ম্যাচে বাংলাদেশ পেয়েছিল স্মরণীয় জয়।
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ৯টি ওয়ানডে ম্যাচ মাঠে গড়িয়েছে। বাংলাদেশ অবশ্য প্রতি ম্যাচেই ছিল পরাজিত দলের আসনে। এই ম্যাচে তাই জয়ের জন্য মুখিয়ে আছে ওয়ানডেতে দুর্দান্ত ছন্দে থাকা বাংলাদেশ।বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে।
আফগানিস্তান সিরিজের তিন ম্যাচে মাঠে নামা একাদশ নিয়েই তামিম ইকবালরা লড়বেন এই ম্যাচে। অসুস্থতার কারণে প্রোটিয়া একাদশে নেই তারকা ক্রিকেটার কুইন্টন ডি কক। অনলাইনে ম্যাচটি সরাসরি উপভোগ করা যাবে র্যাবিটহোলের ওয়েবসাইটে। এছাড়া বল বাই বল স্কোর দেখা যাবে বিডিক্রিকটাইমে।
একনজরে দুই দলের একাদশ দক্ষিণ আফ্রিকা: জানেমান মালান, অ্যাইডেন মারক্রাম, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভন ডার ডুসেন, ডেভিড মিলার, কাইল ভেরেইন্নে (উইকেটরক্ষক), অ্যান্ডিলে ফাসুকায়ো, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডি।
বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।লাইভ দেখুন…..
Leave a Reply