
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে জিতেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। যা ছিল প্রোটিয়াদের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ। যদিও দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা। তৃতীয় ও শেষ ওয়ানডে জিতে সিরিজ জয়ের সুবর্ন সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে।
সেই লক্ষ্যে আজ সেঞ্চুরিয়নে তৃতীয় ওয়ানডেতে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে এই ম্যাচের টস। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। ফলে কিছুক্ষণের মধ্যে বল হাতে নেমে পড়বেন মুস্তাফিজুর রহমান-শরিফুল ইসলামরা।
সম্ভাব্য একাদশ- দক্ষিণ আফ্রিকা: জানেমান মালান, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), কাইল ভেরেইনে, রাসি ভ্যান ডার ডাসেন, ডেভিড মিলার, কাগিসো রাবাদা, মার্কো জানসেন, কেশব মাহারাজ, লুঙ্গি এনগিডি ও তাবরাইজ শামসি।
বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
Leave a Reply