টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশ্বকাপে চতুর্থ রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে ভারতের। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে মুখোমুখি হচ্ছে দুই দল। বিশ্বকাপের ১৭তম ম্যাচে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২.৩০ মিনিটে।
টসে এদিন উপস্থিত ছিলেন না সাকিব আল হাসান। তার বদলে অধিনায়কত্ব করছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়কের খেলা নিয়ে আগেই সংশয় ছিল। তাকে শেষ পর্যন্ত তাকে দেখা যাচ্ছে না ভারতের বিপক্ষে এই ম্যাচে। একাদশে এসেছে দুই পরিবর্তন। সাকিবের বদলে এসেছেন নাসুম আহমেদ এবং দলে নতুন করে যায়গা পেয়েছেন হাসান মাহামুদ।
বাংলাদেশের একাদশ: নাজমুল হাসান শান্ত, লিটন কুমার দাস, তানজিম হাসান তামিম, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, হাসান মাহামুদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল।
বিশ্বকাপে বরাবরই বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী ভারত। ২০০৭ সালে পোর্ট অব স্পেনে ভারতকে হারিয়েছিলো টাইগাররা। ভারতের বিপক্ষে বিশ্বকাপে ওই একবারই জয় পেয়েছে বাংলাদেশ। এরপর ২০১১, ২০১৫ এবং ২০১৯- তিনবারের মুখোমুখিতে তিনবারই হেরেছে বাংলাদেশ।