টস জিতে বোলিংয়ে টাইগাররা
আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। এরই মধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
এর আগে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে ৫৪৬ রানের রেকর্ড ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ। যদিও ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। প্রথম দুই ওয়ানডে জেতার পর শেষ ওয়ানডে হেরে তারা সিরিজ শেষ করে ২-১ ব্যবধানে। এবার টি-টোয়েন্টি সিরিজে সেই হারের বদলা নেয়ার সুযোগ থাকছে বাংলাদেশের।