জিলাপীর ইংলিশ কি হবে, এটা নিয়ে তুমুল সংঘ’র্ষ!
‘জিলাপি’ ভোজন রসিক বাঙালির প্রিয় খাবার। ইফতারিতে জিলাপি মাখানো মুড়ি নাকি জিলাপিতে দিয়ে ইফতারি। এটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের হট এবং টপ টপিক। বাঙালি পশ্চাৎ দেশের মধ্যে দুইভাগে বিভক্ত হয়ে গেছে জিলাপি নিয়ে।
যখন দেশবাসী পুড়ছে জিলাপী জ্বরে। আর এমন সময় ঘটে গেল আরেক ঘটনা জিলাপীর ইংরেজী কি হবে এটা নিয়ে বেধে গেল গ’ন্ডগো’ল। এই দা’ঙ্গায় উ’ত্তাল বাংলাদেশ। বিসিএস প্রত্যাশী দুই তরুনের আড্ডার মধ্যে এই দা’ঙ্গার সূত্রপাত।
সম্প্রতি দুই তরুন আক্কাস ও ঝাক্কাস দুই বন্ধু তারা দিয়েছেন বিসিএস। কথায় কথায় একজন আরেকজনকে জিজ্ঞেস করে বসে ‘দোস্ত জিলাপীর ইংলিশ কি হবে?” আক্কাসের কথা শুনে ঝাক্কাস অক্সফোর্ড ডিকশেনারী নিয়ে ঝা’পিয়ে পড়ে।
এক দুই তিন পাতা থেকে শুরু সবগুলো পাতায় খুঁজে খুঁজে হয়রান শেষে ভুলভাল উত্তর দিয়ে দেয় ঝাক্কাস। কিন্তু আক্কাসের এই উত্তর পছন্দ হয় না। শুরু হয় কথা কা’টাকা’টি। কথা কা’টাকা’টির এক পর্যায়ে একজন আরেকজনকে ভুয়া বলে গা’লাগা’ল দিতে থাকে।
তারপর শুরু হয় হা’তাহাতি। ক্র’মশ এই হা’তাহাতি রূপ নেয় সংঘর্ষে। আক্কাসের লাঠিয়াল বাহিনী হা’ম’লে পড়ে ঝাক্কাসের উপর। এই দ্বিমুখী সং’ঘ’র্ষে কমপক্ষে আ’হ’ত হয় ০৭ জন। পরে ঘটনাস্থলে পুলিশ এসে ঘটনা নি’য়ন্ত্রণে আনেন!