জিদানকে ‘অসম্মান’, চুপ থাকতে পারেননি এমবাপ্পে

ফ্রান্সকে ১৯৯৮ সালের বিশ্বকাপ জেতানো জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদের কোচের পদ ছেড়েছিলেন ২০২১ সালে। এরপর আর কোনো দলের দায়িত্ব নেননি এই কিংবদন্তি। ধারণা করা হচ্ছিল, বিশ্বকাপের পর ফ্রান্স দলের কোচ হবেন তিনি।


তবে দিদিয়ের দেশমকে ২০২৬ সাল পর্যন্ত দায়িত্ব দেওয়ায় ফ্রান্সের কোচ হওয়ার দরজা আপাতত বন্ধ হয়ে গেছে জিদানের জন্য। এদিকে জিদানের কোচ হওয়া বিষয়ে কথা বলতে গিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল লা গ্রায়েত।

ফ্রান্সের দায়িত্ব না পাওয়ায় জিদান হয়তো ব্রাজিলের কোচ হতে পারেন – এই প্রসঙ্গে আরএমসি স্পোর্টসকে গ্রায়েত বলেন, ‘জিদান ব্রাজিলে যাবে? আমার কিছু আসে-যায় না। তার যা মন চায়, করুক। এটা আমার ভাবার বিষয় নয়। ওর সঙ্গে আমি কখনোই এটা নিয়ে আলাপ করিনি। দেশমকে বাদ দেওয়ার কথা আমরা কখনোই ভাবিনি।



গ্রায়েত আরো বলেন, ‘জিদান যদি আমাকে ফোন করত, তাহলে কী হতো? নিশ্চিতভাবে কিছুই হতো না। আমি ওর ফোনই তুলতাম না।’ ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের সভাপতির এসব মন্তব্য ভালো লাগেনি কিলিয়ান এমবাপ্পের। কাতার বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা এই তারকা প্রতিবাদ জানিয়ে টুইটারে লিখেন, ‘জিদানই ফ্রান্স, কিংবদন্তিকে আমরা এভাবে অসম্মান করতে পারি না।

Sharing is caring!