ছিটকে গেলেন ফখর, ডাক পেলেন হারিস
অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা প্রায় শেষের দিকে। এমন অবস্থায় ইনজুরি হানা দিয়েছে পাকিস্তান শিবিরে। পুরনো চোটে ছিটকে গেছেন দলটির বাঁহাতি ব্যাটার ফখর জামান। তার পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়েছেন ব্যাটিং অলরাউন্ডার মোহাম্মদ হারিস। এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবি বিষয়টি নিশ্চিত করেছে।
ওই বিবৃতিতে বলা হয়েছে, ফখরের ডান হাঁটুর লিগামেন্টের চোট বেড়ে গেছে। এজন্য তার বদলি হিসেবে হারিসের নাম টি-টোয়েন্টি বিশ্বকাপের ইভেন্ট টেকনিক্যাল কমিটির কাছে পাঠায় পাকিস্তান টিম ম্যানেজম্যান্ট। সেটার অনুমোদন দিয়েছে বিশ্বকাপ কর্তৃপক্ষ। বলা বাহুল্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের ভ্রমণ রিজার্ভ ছিলেন ২১ বছর বয়সী ক্রিকেটার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের ঠিক কয়েক ঘণ্টা আগে এই পরিবর্তন আসলো পাকিস্তান দলে। সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে আজ বাংলাদেশ সময় দুপুর দুইটায় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাবর আজমদের প্রতিপক্ষ টেম্বা বাভুমা বাহিনী। শেষ চারে জায়গা করে নিতে চাইলে আসন্ন ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে জয়ের বিকল্প নেই একবারের চ্যাম্পিয়নদের জন্য।
শুরুতে হাঁটুর সমস্যার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তানের ১৫ সদস্যের দলে ছিলেন না ফখর। লেগ স্পিনার উসমান কাদিরের ইনজুরিতে পড়লে কপাল খুলে যায় এই মিডল অর্ডার ব্যাটসম্যানের। নেদারল্যান্ডসের বিপক্ষে পাওয়া চলমান টুর্নামেন্টের একমাত্র জয়ের দিনে ১৬ বলে ২০ রান করেন ফখর। তবে চোট বেড়ে যাওয়ায় বিশ্বকাপ যাত্রাটা দীর্ঘ হলো না তার।
গত ৩০ সেপ্টেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে এই ফরম্যাটের ক্রিকেটে অভিষেক হয় হারিসের। ইংলিশদের বিপক্ষে সে ম্যাচে মাত্র ৭ রান করেন তরুণ ক্রিকেটার। এরপর আর সেরা একাদশে জায়গা পাননি হারিসের।