
বগুড়ায় গরু চুরির আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কৃষকরা। বুধবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় গাবতলীর হোসেনপুর এলাকায় রাস্তা অবরোধ করে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
কৃষকরা এ সময় দাবি করেন, গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনয়নের হোসেনপুর এলাকার একটি বাহিনীর লোকজন দীর্ঘদিন ধরে এলাকার কৃষকদের গরু চুরি করে রাতের আধারে জবাই করে বিভিন্ন হোটেলে সরবরাহ করে আসছে। কেউ তার বিরুদ্ধে কোন প্রতিবাদ করলে তাকে সন্ত্রাসী বাহিনী দিয়ে মারপিট এবং জীবন নাশের হুমকি দেওয়া হয়।
বিভিন্ন জায়গায় বিচার চেয়েও কোনো প্রতিকার না পেয়ে বাধ্য হয়ে তারা এমন সিদ্ধান্ত নেন। কয়েকদিন আগে চার গরুচোরকে পুলিশ চোরাই গরুসহ গ্রেপ্তার করলেও মূলহোতা এখন গ্রামবাসীর ভয়ে এলাকা ছাড়া। তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।
Leave a Reply