কিংবদন্তী রোনাল্ডোর পা ছুঁয়ে নিজের পা স্পর্শ করে যা বুঝালেন রদ্রিগো

কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ক্যাসেমিরোর একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এর আগে বিশ্বমঞ্চে দুইবার দেখা হলেও জয়ের রেকর্ড ছিল না।

দুইবারই ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সেলেসাওদের। এই জয় এক ম্যাচ আগেই নকআউট নিশ্চিত করেছে টুর্নামেন্ট ফেভারিট ব্রাজিল। মাঠে বসে ব্রাজিলের জয়ের আনন্দ ভাগ করেছেন রোনাল্ডো, রবার্তো কার্লোস, কাকার মত গ্রেটরা।

ম্যাচে এমন জয়ের পর বিশ্বকাপজয়ী কিংবদন্তী ব্রাজিলিয়ান গ্রেট রোনাল্ডোর সঙ্গে এক সাক্ষাৎকার দেন তরুণ ব্রাজিলিয়ান ফুটবলার রদ্রিগো। যে ভিডিওটি ফিফা তার ওয়েবসাইটেও প্রকাশ করেছে। সে সাক্ষাৎকারে রদ্রিগো প্রথম বিশ্বকাপের অভিজ্ঞতা শেয়ার করেন ব্রাজিলিয়ান কিংবদন্তীর সঙ্গে।

সাক্ষাৎকার শেষে রোনাল্ডোর কাছ থেকে বিদায়ের আগে এক অবাক কাণ্ড করে বসেন রদ্রিগো। ভিডিওতে দেখা যায় অনুষ্ঠান থেকে উঠে যাওয়ার সময় রদ্রিগো ব্রাজিল কিংবদন্তীর দুই পা ছুঁয়ে নিজের পায়ের সঙ্গে লাগিয়েছেন।

এর পরই সোশ্যাল মিডিয়ায় এর ভিডিও ও ছবি ভাইরাল হয়ে যায়। অনেকেই রদ্রিগো কাণ্ডের কারণ খুঁজতে শুরু করেন। কেউ কেউ বলেন, এমন কাণ্ডের মধ্যদিয়ে রদ্রিগো বুঝাতে চেয়েছেন রোনাল্ডোর পায়ের জাদু যাতে নিজের পায়ে চলে আসে। আবার অনেকে বলছেন ব্রাজিলিয়ান কিংবদন্তীর দুই পায়ের সেই জাদু নিজের পায়ে দেখতে চেয়েছেন।

তবে রদ্রিগো যাই বুঝাতে চান সেটা নিয়ে এখনো কিছু খোলাসা করেননি। চলতি মৌসুমে ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন রদ্রিগো। বিশ্বকাপের দু’ম্যাচেও নিজের জাত চিনিয়েছেন।

উল্লেখ্য, ব্রাজিল সোমবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১০টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হয়। সেখানে প্রথমার্ধ গোলশূন্য সমতা থাকে। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র বল জালে পাঠালেও ভিএআরের কল্যাণে সে গোলটি বাতিল করা হয়। পরে অবশ্য ম্যাচের ৮৩ মিনিটে রদ্রিগোর পাস থেকে ডি-বক্সে বল পেয়ে জোরালো শটে ক্যাসেমিরো লক্ষ্যভেদ করে ব্রাজিল শিবিরে স্বস্তি এনে দেন।

ব্রাজিল গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী শুক্রবার (২ ডিসেম্বর) ক্যামেরুনের মুখোমুখি হবে।

Sharing is caring!