কলিম্বিয়াকে উড়িয়ে দিতে আর্জেন্টিনার শক্তিশালী একাদশ

মঙ্গলবার (৬ জুলাই) পেরুকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপার ফাইনালে উঠে গেছে ব্রাজিল। এদিকে ফাইনালের অপেক্ষায় সেলকাওদের চিরপ্রতিদ্বন্ধী হতে পারে চিরপ্রতিদ্বন্ধী আর্জেন্টিনা। তবে সে জন্য কলিম্বিয়াকে হারাতে হবে আলবিসেলেস্তাদের।

বুধবার (৭ জুলাই) সকাল সাতটায় কোপার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা কলিম্বিয়া। এর আগে দুই পক্ষের মুখোমুখি লড়াইয়ে আর্জেন্টিনা জিতেছে ২৩ ম্যাচ। হারে ৯টি এবং ৮টি ড্র হয়। দুই পক্ষের সবশেষ দেখা হয়েছিল ২০২১ সালে ফিফা বিশ্বকাপের বাছাই পর্বে। ম্যাচটি ড্র হয়।

এদিকে কলিম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সবচেয়ে বড় জয় ১৯৪৫ সালে দুই পক্ষের প্রথম ম্যাচে। যাতে ৯-১ গোলে জিতেছিল আলবিসেলেস্তারা। ম্যাচটি ছিল কোপা আমেরিকার ম্যাচ। কোপায় এ পর্যন্ত ৫ ম্যাচে কোনটিতেই হারেনি মেসিরা। অন্যদিকে দুটি পরাজয় আছে কলোম্বিয়ার।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ মার্টিনেজ, আকুনা, রোমেরো, ওটামেন্ডি, মোলিনা, ডি পল,প্যারাদেস, চেলসো, মেসি, লাউতারো, ডি মারিয়া।

Sharing is caring!