কলম্বিয়ার বিপক্ষে জিততে হলে জ্বলে উঠতে হবে ডি মারিয়াকে

আর্জেন্টিনা- কলম্বিয়া খেলা মানেই টানটান উত্তেজনা। খেলার মাঠে কোন দলই হার মেনে নিতে চায়না। তবে শেষ হাসি হাঁসতে হয় যে কোন এক দলকেই।কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে নামবে কলম্বিয়া। প্রথম সেমিফাইনালে পেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল।

সুপার ক্লাসিকো খ্যাত ফুটবলের সবচেয়ে জনপ্রিয় দ্বৈরথ দেখার আগে এই ম্যাচে ছড়িয়ে থাকবে চরম উত্তেজনা।আর্জেন্টিনা এবং কলম্বিয়া এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৪০ ম্যাচে। যেখানে আলবেসিলেস্তেরা ২৩ ম্যাচে জয় তুলেছে। বিপরীতে কলম্বিয়ার জয় ৯ ম্যাচে। বাকি ৮ টি ম্যাচ ড্র হয়েছে।

আর্জেন্টিনার-কলম্বিয়ার বিপক্ষে সব থেকে বড় জয় ৯-১ ব্যবধানে। ১৯৪৫ সালে কোপা আমেরিকায় মুখোমুখি হয়েছিল দুই দল। যাটি ছিল তাদের মধ্যে প্রথম দেখা। অপরদিকে কলম্বিয়ার আর্জেন্টিনার বিপক্ষে সব থেকে বড় জয় ৫-০ ব্যবধানে। ম্যাচটি ছিল ১৯৯৩ সালে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের।

লিওনেল মেসিদের জন্য আরেকটি হতাশার তথ্য হলো, কলম্বিয়ার বিপক্ষে তার দল সবশেষ জিতেছে ২০১৬ সালে। শেষ ৩ দেখায় আর্জেন্টিনার বিপক্ষে অপরাজিত রয়েছে কলম্বিয়া।যদিও বর্তমান পার্ফরম্যান্স অনুযায়ী আর্জেন্টিনা না জিতলেই অবাক হতে হবে। অধিনায়ক মেসি রয়েছেন দুরন্ত ফর্মে।

চলমমান কোপা আমেরিকায় সর্বোচ্চ ৪ গোল ও ৪ আসিস্ট দাতা তিনি। জিততে হলে মেসি ছাড়াও জ্বলে উঠতে হবে সার্জিও আগুয়েরো, অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজদের।অপরদিকে কলম্বিয়ার ইয়ারি মিনা, হুয়ান কুয়াদ্রাদোরা রয়েছেন। আর্জেন্টিনাকে রুখে দেয়ার ক্ষমতা আছে দলটির।

গেল মাসে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে দুই গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। ম্যাচের শেষ মুহূর্তে গোল তুলে নেয় দলটি। একে ২-২ গোলের ড্রয়ে নিষ্পত্তি হয় ম্যাচের।এই ম্যাচে আর্জেন্টিনা জয় তুলতে পারলে ১১ জুলাই হতে চলা ফাইনালে বিশ্ব দেখতে পাবে ব্রাজিল-আর্জেন্টিনার স্বপ্নের ফাইনাল।

Sharing is caring!