কলম্বিয়ার কাছে হারল আর্জেন্টিনা
চলতি অনূর্ধ্ব ২০ কোপা আমেরিকার এবারের আসরের গ্ৰুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে আর্জেন্টিনা। নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার কাছে ১-০ গোলের ব্যবধানে পরাজিত হয় হ্যাভিয়ের মাসচেরানোর দল।
আজ শনিবার সকালে ডু অর ডাই ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। যদিও শুধু আর্জেন্টিনায় নয় ম্যাচটি কলম্বিয়ার জন্যও ছিলো বাঁচা মরার ম্যাচ। কেননা, যে হারবে তাকেই বিদায় নিতে হবে গ্রুপ পর্ব থেকেই।
এমন সমীকরণের ম্যাচে সুবিধা করতে পারেনি আর্জেন্টিনা। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ডেড লক ভাঙে কলম্বিয়া। ম্যাচের ৭৫ মিনিটে ফুয়েন্তেসের গোলে এগিয়ে যায় দক্ষিণ আমেরিকার দলটি।
এরপর আর কোন দলই গোলের দেখা না পেলে জয় নিয়েই মাঠ ছাড়ে কলম্বিয়া। এবারের আসরের ৪ ম্যাচের মধ্যে তিনটিতেই পরাজিত হয়েছে আর্জেন্টিনা। যার ফলে গ্ৰুপ পর্ব থেকেই বিদায় নিলো আর্জেন্টিনা।