এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসলে ভারতেও ওয়ানডে বিশ্বকাপ খেলেতে যাব না

অনেকদিন ধরেই দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে দীর্ঘদিন ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত ও পাকিস্তান। শেষবার ২০০৭ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল দুদল। এবার সম্ভাবনা জেগেছিল ভারতের পাকিস্তান সফরের। তবে সেটি যদিও দ্বিপাক্ষিক সিরিজ নয়, এশিয়া কাপ খেলতে। আগামী বছর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ১৬তম এশিয়া কাপ।

তবে দেশটিতে সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বার্ষিক সাধারণ সভা শেষে গতকাল মঙ্গলবার ১৮ অক্টোবর সিদ্ধান্ত হয়, পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না ভারত। এ বিষয়টি নিশ্চিত করেন এসিসির সভাপতি ও বিসিসিআইয়ের সচিব জয় শাহ।

আগামী এশিয়া কাপ যেন পাকিস্তান থেকে সরিয়ে নিরপেক্ষ ভেন্যুতে নেয়া হয়, সেজন্য তারা দাবি জানাবেন বলেও জানা যায়। গণমাধ্যমকে এ বিষয়ে জয় শাহ বলেন, ‘এশিয়া কাপের জন্য নিরপেক্ষ ভেন্যু নজিরবিহীন নয় এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা পাকিস্তান সফর করব না।’

এদিকে বিকল্প ভেন্যু হিসেবে অবশ্য এর আগে দুবারই সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ আয়োজিত হয়েছিল। সবশেষ আসরটি হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। কিন্তু সে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল থাকায় আসর সরিয়ে মধ্যপ্রাচ্যের দেশটিতে নেয়া হয়। কিন্তু পাকিস্তান থেকে আসর সরিয়ে নিতে চায় ভারত মূলত তাদের রাজনৈতিক বৈরিতার কারণে।

ভারতের এমন সিদ্ধান্তে খেপেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার সাঈদ আনোয়ার। এক টুইটবার্তায় তিনি বলেন, যেখানে আন্তর্জাতিক টিম এবং খেলোয়াড়রা পাকিস্তান সফরে আসছে, বিসিসিআইয়ের সমস্যা কোথায়? এশিয়া কাপের জন্য ভারত যদি পাকিস্তানের পরিবর্তে নিরপেক্ষ ভেন্যু চায়, তাহলে পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও উচিত ২০২৩ সালে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ নিরপেক্ষ ভেন্যুতে ফেলার জন্য পদক্ষেপ নেয়া।

Sharing is caring!