একাদশে থেকেও রাজ্জাককে ব্যাটিং-বোলিং কিছুই করালেন না আফ্রিদি!

কাতারের দোহায় গতকাল (শুক্রবার) পর্দা উঠেছে ক্রিকেট কিংবদন্তিদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট লিজেন্ডস লিগ ক্রিকেট মাস্টার্সের নতুন মৌসুমের। আসরের উদ্বোধনী দিনে মাঠে নেমেছিল ভারতের সাবেক ক্রিকেটারদের দল ইন্ডিয়ান মহারাজাস। তাদের প্রতিপক্ষ ছিল এশিয়ার অন্যান্য দেশের কিংবদন্তি খেলোয়াড়দের নিয়ে গড়া এশিয়ান লায়নস। ম্যাচে এশিয়ান লায়ন্সের একাদশে ছিলেন বাংলাদেশের সাবেক তারকা ক্রিকেটার আব্দুর রাজ্জাক।

দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী এই ম্যাচের একাদশে জায়গা পেলেও শুধুমাত্র ফিল্ডিং করেই সন্তুষ্ট থাকতে হয়েছে রাজ্জাকের। তাকে ব্যাট-বল কোন বিভাগেই সুযোগ দেননি এশিয়ান লায়ন্সের অধিনায়ক শহিদ আফ্রিদি। বিষয়টি ছিল বেশ অবাক করার মতো।

কারণ থিসারা পেরেরা, দিলশানদের দিয়ে বোলিং করালেও রাজ্জাকের হাতে এক ওভারের জন্যও বল তুলে দেননি আফ্রিদি।বাংলাদেশের আব্দুর রাজ্জাক ছাড়াও একাদশে পাকিস্তান ও শ্রীলঙ্কার থেকে চারজন করে এবং আফগানিস্তান ও নেপালের একজন করে ক্রিকেটার জায়গা করে নিয়েছিলেন।

এদিন এই দ্বৈরথে অবশ্য শেষ হাসি হেসেছে শহিদ আফ্রিদির এশিয়ান লায়ন্স। তার দল ৯ রানে হারিয়েছে গৌতম গম্ভীরের ইন্ডিয়ান মহারাজাসকে। এশিয়ার দেওয়া ১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫৬ রানে থামে ইন্ডিয়ানদের ইনিংস।

কিংবদন্তি ক্রিকেটারদের এই লড়াইয়ে প্রথমে ব্যাট করতে নেমে এশিয়া দল ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন পাকিস্তানের মিসবাহ উল হক। লঙ্কান তারকা উপুল থারাঙ্গার ব্যাট থেকে আসে ৪০ রান।

১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইন্ডিয়ান মহারাজাসের ইনিংস থামে ১৫৬ রানে। দলের হয়ে গৌতম গম্ভীর সর্বোচ্চ ৫৪ ও মুরালি বিজয় ২৫ রান করেন। এশিয়ান লায়ন্সের হয়ে ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩টি উইকেট নেন সোহেল তানভীর।

Sharing is caring!