
সিরিয়ায় ই’সরা’ইলি স’ন্ত্রা’সী হা’ম’লা ও জ’ঙ্গি তৎ’পরতা বন্ধে একসঙ্গে কাজ করার কথা পুনর্ব্যক্ত করেছে ইরান, রাশিয়া ও তুরস্ক। কাজাখস্তানের রাজধানী নুর সুলতানে সিরিয়া নিয়ে ১৬তম দ’ফার বৈঠকে তিন দেশই বলেছে, তারা সিরিয়া থেকে জ’ঙ্গি’বাদ ও স’ন্ত্রা’সবা’দের শে’কড় উপ’ড়ে ফেলতে ব’দ্ধপরিকর এবং এ লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে।খবর আল জাজিরা ও ডেইলি সাবাহর।
গত বছরের ডিসেম্বারে সিরিয়া বিষয়ক প্রথম আলোচনা শুরুর সময় কাজাখস্তানের রাজধানীর নাম ছিল আস্তানা। পরবর্তীতে শহরটির নাম পরিবর্তন করে নুর সুলতান রাখা হয়। এ কারণে তিন দেশের এই আলোচনা প্রক্রিয়াটি এখনও ‘আ’স্তানা আ’লোচনা’ নামেই বেশি পরিচিত।
এই তিন দেশ বৃহস্পতিবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে আরও বলেছে, সিরিয়ায় জ’ঙ্গি’গোষ্ঠী আই’এস বা দা’য়েশ’সহ অন্য স’ন্ত্রা’সী গো’ষ্ঠীর মূল উৎপাটন করতে হবে।এ কারণে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা জরুরি। বিবৃতিতে তিন দেশই সিরিয়ার ইদলিবে স্থিতিশীলতা রক্ষা এবং সব চুক্তি পুরোপুরি বাস্তবায়নের ওপর জোর দিয়েছে। এসব দেশ সিরিয়ার ইউফ্রেটিস নদীর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার পরিকল্পনারও বিরোধিতা করেছে।
ইরান, রাশিয়া ও তুরস্ক ঐ বিবৃতিতে আরও বলেছে, তারা সিরিয়ার তেলসহ কোনো সম্পদ লু’ট, বিক্রি ও স্থানা’ন্তরের বিরোধী। সিরিয়ার সম্পদ কেউ নিয়ে যেতে পারে না। সিরিয়ার ভূখণ্ডে ই’সরাই’লি হা’ম’লা বন্ধের ওপরও গুরু’ত্ব দেওয়া হয়েছে বিবৃতিতে।
এতে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন ল’ঙ্ঘন করে সিরিয়ায় মাঝে মধ্যেই হা’ম’লা চালাচ্ছে দখল’দার ই’স’রাই’ল। এ ধরণের তৎ’পরতা অ’বিলম্বে বন্ধ করতে হবে। চলতি ২০২১ সালের শেষের দিকে পরবর্তী দফা আ’স্তানা আ’লোচনা অনুষ্ঠিত হবে।