ইফতিখারের কাছে ৬ ছক্কা খেয়ে যা বললেন ওয়াহাব

এমন এক ব্যাটিং দেখালেন ইফতিখার আহমেদ, যা দেখে মুগ্ধ প্রতিপক্ষরাও। তা না হলে ওয়াহাব রিয়াজ ‘ওয়ান্ডারফুল’ বলেন কীভাবে! পিএসএলের এক্সিবিশন ম্যাচে ইফতিখার যেভাবে তাকে ওভারে ৬ ছক্কা হাঁকিয়েছেন, তাতে হতাশ হলেও মুগ্ধ ওয়াহাব।


বিপিএল থেকে মাত্র দেশে ফিরেছেন ইফতিখার। তবে বিপিএলের মারকুটে ব্যাটিংয়ের চর্চা এখনও ভুলেননি পাকিস্তানি ব্যাটার। পিএসএলের এক্সিবিশন ম্যাচে তিনি টানা ৬ বলে হাঁকিয়েছেন ৬টি ছক্কা, তাও মাত্র পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রী হওয়া অভিজ্ঞ পেসার ওয়াহাব রিয়াজের বলে!

ইফতিখার আহমেদের মতো ওয়াহাব রিয়াজও ব্যস্ত ছিলেন বিপিএলে। খুলনা টাইগার্সের হয়ে বিপিএল খেলার সময়ই সুখবর পান, তাকে পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তবে মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব পেলেও খেলা থেকে তো আর দূরে থাকবেন না। তাই কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স ও পেশোয়ার জালমির এক্সিবিশন ম্যাচে মাঠে নেমেছিলেন।

কোয়েট্টার শেষ ওভারে মিনিস্টার ওয়াহাবকে ৬টি ছক্কা হাঁকান ইফতিখার। ওভারের প্রথম বলে পায়ের ওপর লো ফুলটসে উড়িয়ে মারেন স্কয়ার লেগ দিয়ে। পরের বলে মিড উইকেট দিয়ে আরও একটি ছক্কা। ফুল লেন্থের তৃতীয় বলে ছক্কা হাঁকান লন অফে।



আর ওভারের শেষ তিন বলেই পয়েন্টের ওপর দিয়ে হাঁকান তিনটি ছক্কা। ৪৪ বলে ৫৮ রান নিয়ে শেষ ওভার শুরু করা ইফতিখার ইনিংস শেষ করেন ৫০ বলে ৯৪ রান করে অপরাজিত থেকে। তার ব্যাটে ভর করে ১৮৪ রানের পুজি পায় কোয়েট্টা, যা জয় এনে দেয় ৩ রানের বিনিময়।

দলের হারের সাথে ৬ ছক্কা হজমের পর এক টুইট বার্তায় ওয়াহাব লিখেছেন, ‘ইফতিখার যা ব্যাটিং দেখালে, ওয়ান্ডারফুল। অবিশ্বাস্য সব শট। দারুণ নৈপুণ্য প্রদর্শন। আমি হতাশ কিন্তু তোমাকে নিয়ে খুশি ভাই। এভাবে চালিয়ে যাও।

Sharing is caring!