ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ: সৌরভ গাঙুলি
এবার আগামী মাসে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে এরই মধ্যে ঢাকায় পা রেখেছে ইংল্যান্ড। ইংলিশরা বর্তমান ক্রিকেটে রাজত্ব করলেও গাঙ্গুলি মনে করেন, ঘরের মাঠে বাংলাদেশ বেশ শক্তিশালী। শুধু শক্তিশালীই নয়, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজও জিতবে তারাই।
আজ শুক্রবার ২৪ ফেব্রুয়ারী গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে গাঙ্গুলি বলেন, ‘বাংলাদেশ খুবই ভালো খেলছে এখন। কয়েক বছর আগে বাংলাদেশ ভারতে গিয়ে সিরিজ জিতে এসেছিল। তারা এখন অনেক শক্ত দল। আমাকে গতকাল পাপন ভাই বলছিল, আমরা এই ইংল্যান্ডকে ছাড়া সবাইকেই হারিয়েছি। আমি তখনই তাকে বললাম, এবার আপনারা ইংল্যান্ডকেও হারাবেন।
বাংলাদেশের দলের পাশাপাশি খেলোয়াড়দের নিয়েও প্রশংসা করেছেন প্রিন্স অব কলকাতা। গাঙ্গুলি বলেন, ‘বাংলাদেশে প্রচুর ভালো মানের খেলোয়াড় রয়েছে। ১৭ কোটির দেশে ভালো ভালো ক্রিকেটার বের হচ্ছে তা অবাক করার মতো। এখানে সাকিবের মতো অলরাউন্ডার আছে, মুশফিক আছে, এখন শান্ত ভালো খেলছে। আমি বাংলাদেশের খেলা দেখি নিয়মিত।
এদিকে গতকাল বাংলাদেশে পা রেখে অবাকই হয়েছেন বিসিসিআইয়ের সাবেক সভাপতি গাঙ্গুলি। মেয়র কাপের উদ্বোধনের পর গাঙ্গুলি বলেছিলেন, ‘আমাকে ভালোবাসার জন্য ধন্যবাদ। আমি এখানে এসে আসলে বুঝতে পারছি না, এটা ভারত নাকি বাংলাদেশ।