আবারো বাংলাদেশ দলের কোচ হয়ে ফিরছেন চন্ডিকা হাথুরুসিংহে

শেষ হলো বাংলাদেশ ক্রিকেটে রাসেল ডমিঙ্গোর অধ‌্যায়। প্রবল আলোচনায় থাকা এ কোচ বিসিবির ছাঁটাইয়ের আগেই নিজ থেকে দিলেন পদত‌্যাগপত্র। মঙ্গলবার রাতে ই-মেইলে বিসিবিকে নিজের পদত‌্যাগপত্র পাঠিয়েছেন ডমিঙ্গো।

এ খবর নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। মুঠোফোনে তিনি বলেছেন,‘রাসেল পদত্যাগ করেছে। গতকাল রাতে ই-মেইলে সে জানিয়ে দিয়েছে আমাদের। আমরা তার লেটার গ্রহণ করেছি।

রাসেল ডমিঙ্গোর বাংলাদেশ অধ্যায় শেষ হতেই নতুন কোচ খোঁজা হচ্ছে টাইগারদের জন্য। আলোচনায় সবচেয়ে বড় নামটি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তবে কি আবারও বাংলাদেশের দলের কোচ হচ্ছেন এই শ্রীলঙ্কান!

ক্রিকেট পাড়ায় নতুন গুঞ্জন আবারো জাতীয় দলের কোচ হয়ে আসছেন চন্ডিকা হাথুরুসিংহে। তবে সব ফরমেটের জন্যই নয় যেকোনো একটিতে দায়িত্ব দেয়া হতে পারে তাকে। বিশেষ করে টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে। টি-টোয়েন্টি ক্রিকেটে এজন্য আলাদা কোচ নিয়োগ দিতে চাই বিসিবি।

Sharing is caring!