
তরুণদের উদ্দেশে দেওয়া এক ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভোটারদের আকৃষ্ট করতে বা জনসমর্থন পেতে তিনি কখনই তার বক্তৃতায় আল্লাহ এবং নবী মুহাম্মদ (সা.) এর নাম উল্লেখ করেননি। প্রকৃত অর্থে ইসলামী শিক্ষায় বিশ্বাস করেন বলেই তিনি তার বক্তৃতায় আল্লাহ ও নবীর কথা উল্লেখ করেন।
শুক্রবার (২৫ মার্চ) পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার মানসেহরাতে সরকারি পোস্ট গ্রাজুয়েট কলেজে আয়োজিত এক জনসমাবেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন ইমরান খান। এ সময় পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) প্রধান মাওলানা ফজলুর রহমানকে কটাক্ষ করেন ইমরান তিনি।
তিনি নিজের অভিজ্ঞতা তরুণদের মাঝে ছড়িয়ে দিতে চান বলে ভাষণে উল্লেখ করেন। পাকিস্তানের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক বলেন, আমি এমন একজন ব্যক্তি যিনি ক্রিকেট বিশ্বের সুপারস্টার ছিলেন। আমি সারাবিশ্ব ভ্রমণ করেছি।
আমি আমার অভিজ্ঞতার আলোকে তরুণদের সঠিক পথ সম্পর্কে নির্দেশনা দিতে চাই। তরুণদের উদ্দেশে তিনি আরও বলেন, সবসময় আমাদের সামনে দুটি পথ থাকে। একটি সঠিক পথ, অন্যটি ভুল পথ। নবী মোহাম্মদ সবসময় সঠিক পথ অনুসরণ করেছেন।
Leave a Reply