আইপিএলে সাকিব, লিটন, মুস্তাফিজদের খেলার সূচি

আইপিএলের ১৬তম আসরের সূচি প্রকাশ করেছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৩১ মার্চ গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএল। এবার লিগ পর্বে মোট ৭০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুই গ্রুপে বিভক্ত প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ১৪টি ম্যাচ খেলার সুযোগ পাবে। আপাতত লিগ পর্বের সূচিই শুধু প্রকাশ করা হয়েছে। প্লে-অফের সূচি পরে জানাবে বিসিসিআই।



তবে লিগ পর্বের সূচিটাই আপাতত বেশি প্রয়োজন বাংলাদেশের ভক্ত-সমর্থকদের। এবারই প্রথম আইপিএলে খেলবেন দুইয়ের অধিক বাংলাদেশি। লিটন দাস, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানদের দলের খেলা কবে থেকে, দেখে নেওয়া যাক।

কলকাতা প্রথম মাঠে নামবে ১ এপ্রিল। মোহালিতে তাদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। ৬ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ। এরপর ৯ এপ্রিল গুজরাট টাইটান্স, ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ ও ১৬ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবেন লিটন-সাকিবরা। ২০ এপ্রিল দিল্লীতে কলকাতা মুখোমুখি হবে মুস্তাফিজুর রহমানের দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে। ২৩ এপ্রিল চেন্নাই সুপার কিংস, ২৬ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ৪ মে সানরাইজার্স হায়দরাবাদ ও ৮ মে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে দুইবারের চ্যাম্পিয়নরা। এছাড়া ১১ মে রাজস্থান রয়্যালস, ১৪ মে চেন্নাই সুপার কিংস ও ২০ মে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামবে শাহরুখ খানের দল।


এ তো গেল সাকিব-লিটনদের দলের কথা। এবার জেনে নেওয়া যাক মুস্তাফিজুর রহমানের খেলার সূচি। দিল্লী প্রথম হোম ম্যাচ খেলবে ৪ এপ্রিল, গুজরাট টাইটান্সের বিপক্ষে। ১১ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলার পর ২০ এপ্রিল মুস্তাফিজের দলের সামনে সাকিব-লিটনদের কেকেআর। এরপর ২৯ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ, ৬ মে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ১৩ মে পাঞ্জাব কিংস ও ২০ মে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ।

হোম ম্যাচের মতো অ্যাওয়ে ম্যাচও আছে ৭টি। ১ এপ্রিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, ৮ এপ্রিল রাজস্থান রয়্যালস, ১৫ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ২৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ, ২ মে গুজরাট টাইটান্স, ১০ মে চেন্নাই সুপার কিংস ও ১৭ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবেন ওয়ার্নার, মুস্তাফিজ, নরকিয়ারা।



১০ দলের টুর্নামেন্টে এবার ভেন্যু মোট ১২টি। অর্থাৎ, প্রত্যেক দলই পাবে হোম-অ্যাওয়ে ভেন্যুর সুবিধা। গ্রুপ ‘এ’-তে মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, দিল্লী ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের সাথে থাকছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। বি গ্রুপে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গী বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। এবার মোট ডাবল হেডার ১৮টি। বাকি দিনগুলোতে একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

Sharing is caring!