
শেষের সুর শুনতে পাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসর, করোনা মহামারির মধ্যে টুর্নামেন্ট আয়োজনে আরও একবার সফলতা দেখালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামীকাল সুপার লিগ পর্বের পঞ্চম ও শেষ রাউন্ডের ম্যাচ দিয়ে পর্দা নামবে ডিপিএল টি-টোয়েন্টির, শেষ দিনে জানা যাবে কার হাতে উঠবে এবারের ট্রফি।
কাগজে-কলমে ৩ দল চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে আছে, তবে শেষ পর্যন্ত ট্রফি উঠবে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মধ্যে একটা দলের হাতেই। সুপার লিগ পর্বের শেষ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে আবাহনী ও প্রাইম ব্যাংক, যার ফলে অলিখিত এক ফাইনালের দেখাই মিলছে।
১৫ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে যৌথ ভাবে শীর্ষে আছে আবাহনী ও প্রাইম ব্যাংক, ১ পয়েন্ট কম নিয়ে পয়েন্ট টেবিলের তিনে আছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। অনেক যদি কিন্তুর উপর নির্ভর করবে দোলেশ্বরের চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টি, কোন কারণে আবাহনী ও প্রাইম ব্যাংকের ম্যাচটি পরিত্যক্ত হলে ও প্রাইম দোলেশ্বর নিজেদের শেষ ম্যাচে জিতলে রান রেটে এগিয়ে থাকা দলটির হাতে উঠবে ট্রফি।
সুপার লিগে উঠলেও শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। শেষ রাউন্ডে আবাহনীর প্রতিপক্ষ প্রাইম ব্যাংক, মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নামবে প্রাইম দোলেশ্বর ও টুর্নামেন্টের শেষ ম্যাচে মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।
শেষ রাউন্ডের আগে পয়েন্ট টেবিলের অবস্থাঃ ১৷ আবাহনী লিমিটেড – ২২ (+০.৬৫৭) ২৷ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব – ২২ (+০.৬১৮) ৩৷ প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব – ২১ (+০.৬৭৩) ৪৷ শেখ জামাল ধানমন্ডি ক্লাব – ১৯ (+০.০৯৫) ৫৷ গাজী গ্রুপ ক্রিকেটার্স – (+০.১১৯) ৬৷ মোহামেডান স্পোর্টিং ক্লাব – ১৩ (-০.৩১৪)।
Leave a Reply