অবশেষে সুখবর পাচ্ছেন মাহমুদউল্লাহ!

ক্রিকেটাঙ্গন ছাড়িয়ে এখন টক অব দ্য কান্ট্রি মাহমুদউল্লাহ রিয়াদের বাদ পড়া ইস্যু। অভিজ্ঞ এই মিডল-অর্ডার ব্যাটারকে ছাড়াই ছয় জাতির টুর্নামেন্ট এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর থেকেই মূল আলোচনা-সমালোচনা। তবে অনেকের এ-ও ধারণা, আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপেও উপেক্ষিতই থেকে যাবেন ‘সাইলেন্ট কিলার’।



টাইগার ভক্তদের ধারণা, নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন তিনি। কারণ, এই আসরের জন্য স্ট্যান্ডবাই তালিকায় থাকা তিনজনসহ ২০ জনের দলেও নেই এই অভিজ্ঞ ক্রিকেটার। তাই সীমিত ওভারের বিশ্বমঞ্চের ১৫ জনের স্কোয়াডে থাকার দৌড় থেকেও একরকম ছিটকেই গিয়েছেন।

তবে মাহমুদউল্লাহ রিয়াদ ভক্তদের জন্য হঠাৎ করেই আলোর ঝলকানি। গুঞ্জন উঠেছে, বিশ্বকাপের বিবেচনায় রিয়াদ থাকছেন।আগামী ৫ অক্টোবর থেকে ওয়ানডে বিশ্বকাপ মাঠে গড়াতে যাচ্ছে। আর বৈশ্বিক এই টুর্নামেন্টের জন্য রিয়াদসহ আরও সাতজন ক্রিকেটারকে প্রস্তুত রাখা হবে। জরুরি পরিস্থিতি বিবেচনায় যে কারোরই ডাক পড়তে পারে। মূলত ব্যাকআপ ক্রিকেটার প্রস্তুত রাখার ভাবনা সাকিব-শান্তদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের।


এ বিষয়ে গণমাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর ভাষ্য, আটজন ক্রিকেটারের একটি তালিকা দেওয়া হবে। তারা ঢাকাতেই অনুশীলন করবে। বলতে পারেন, তাদের নিয়ে আলাদা একটি অনুশীলন শিবিরই হবে।

ব্যাকআপ দল নিয়ে প্রধান নির্বাচকের মন্তব্য, বিশ্বকাপের কথা মাথায় রেখে তাদেরও অনুশীলন চলতে থাকবে। কেউ চোটে পড়লে যাতে বিকল্প তৈরি থাকে, সে জন্যই। এই পর্বের রুটিনও কোচ দেবেন, কদিন চলবে বা কীভাবে ওদের অনুশীলন হবে, দু-এক দিনের মধ্যেই টিম ম্যানেজমেন্ট তাদের পরিকল্পনা জানাবে।